প্রকাশিত: Sun, Feb 12, 2023 2:42 PM
আপডেট: Mon, Jan 26, 2026 12:27 PM

কবি ও অগ্নিযুগের নারী বিপ্লবী আশালতা সেনের প্রয়াণ দিবস

পাপ্পী আয়ান : [১] আশালতা সেন ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের একজন ব্যক্তিত্ব, সক্রিয় কর্মী, কবি ও সমাজসেবক এবং অগ্নিযুগের নারী বিপ্লবী। [২] আশালতা সেন ৫ ফেব্রুয়ারি ১৮৯৪ সালে নোয়াখালীর এক উকিল পরিবারে জন্মগ্রহণ করেন। কিন্তু তাঁর পৈতৃক নিবাস ছিল বিক্রমপুরের বিদগাঁও গ্রামে। তাঁর পিতা বগলামোহন দাশগুপ্ত ছিলেন নোয়াখালী জজ কোর্টের আইনজীবী এবং মাতা মানদাসুন্দরী দাশগুপ্ত। [৩] আশালতা সেন বাল্যকাল থেকেই সাহিত্যানুরাগী ছিলেন। 

১৯০৪ সালে মাত্র দশ বছর বয়সে বঙ্গভঙ্গের বিরুদ্ধে মাসিক পত্রিকা অন্তঃপুর প্রকাশিত করেন এবং তাঁর জাতীয়তাবাদী কবিতা সুধীসমাজের কাছে দৃষ্টি আকর্ষণ করে। তার মাতামহী নবশশী দেবীর উৎসাহ ও অনুপ্রেরণায় আশালতা সেন রাজনৈতিক অঙ্গনে প্রবেশ করেন এবং ১৯০৫ সালে স্বদেশী প্রচারে উদ্যোগী হন। ১৯২১ সালের অযোগ আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর আদর্শ তাঁকে বিশেষ ভাবে অনুপ্রাণিত করে। [৪] ১৯২৫ সালে আশালতা সেন নিখিল ভারত কাটুনী সংঘের (অ.ও.ঝ.অ.) সদস্য হন এবং ব্যাপকভাবে খদ্দর-প্রচারে ব্রতী হন। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনেও তাঁর ছিল বিশেষ ভূমিকা। আশালতা ১৯৮৬ সালের ১৩ ফেব্রুয়ারি দিল্লিতে মারা যান।